সোনাতলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এই কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া জেলা অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) নাজমুল হক মন্ডল।
উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা সাবিহা আকতার সুরভী, কৃষি সম্প্রসারণ অফিসার মোরসালিন হাসান, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,
সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, পৌর বএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সাকিল রেজা বাবলা, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারি টিম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply