গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে একই দিনে পৃথক পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে ঋতু বেগম (১৮) নামের এক নববধূ এবং রিপন মিয়া (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল সোমবার ভোররাতে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের নিজ দূর্গাহাটা গ্রামে ঋতু বেগম এবং গাবতলী সদর ইউনিয়নের চকসেকেন্দার গ্রামে রিপন মিয়া এ আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে, গাবতলীর নিজ দূর্গাহাটা গ্রামের আব্দুস সোবাহানে মেয়ে ঋতুকে গত মাসের ২২জুলাই পারিবারিকভাবে একই উপজেলার নেপালতলী গ্রামের সুমন মিয়া (২৩) নামের একজন কেচি ধার দেয়া মিস্ত্রি এর সাথে বিয়ে দেন। বিয়ের ১মাস না পেরতেই ঋতু বেগম স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ীতে এসে গতকাল সোমবার ভোররাতে গলায় ওড়না পেঁচিয়ে শয়ন ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। সংবাদ পেয়ে থানা পুলিশ ঋতুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। অপরদিকে গাবতলী সদর ইউনিয়নের চকসেকেন্দার গ্রামের ইউনুস আলীর ছেলে রিপন মিয়া (২৫) একাধিক বিয়ের পরও কোন বউ না থাকায় নিজের উপর অভিমান করে তার শয়ন ঘরের তীরের সাথে রসি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে। পরে রিপনের বাবা-মাসহ পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। বিষয়টি গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ স্থানীয় সাংবাদিকদের উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply