সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রহিম নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার দীগদাইড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও কর্পূর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রহিম পারিবারিক অভাব-অনটনের কারণে বাবার সাথে গৃহ নির্মাণ শ্রমিকের কাজ করতে যায়।
এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার সুনীল চন্দ্রের ছেলে সুমন গত বুধবার রাতে ওই স্কুলছাত্রের মুখমন্ডলে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক ।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার্স ইনচার্জ মিলাদন্নবী বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply