1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

সোনাতলায় প্যারাগন ফিডের উদ্যোগে খামারীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৭০

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় প্যারাগন ফিড, বিমকো অ্যানিমেল ও পাইওনিয়ার এগ্রো ফার্মার উদ্যোগে ডেইরী পোল্ট্রি ফিস ফিড ল্যান্ডের আয়োজনে খামারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুন শনিবার সকালে উপজেলার মধুপুর ইউনিয়ন ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮০ জন খামারী নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

মেসার্স ডেইরী এন্ড ফিস ফিড ল্যান্ড এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুস ছামাদ বেপারীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যারাগন ফিড এর ম্যানেজার মোঃ উজ্জ্বল হোসেন, খামারী মনির উজ্জামান জুলহাস, আবু সায়েম চঞ্চল।
সাব্বির আহমেদ ও এনামুল হকের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় খামারীদের পোল্ট্রি পালনের দিক নির্দেশনা অনুযায়ী খামারী ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করেন।

এবং পোল্ট্রি খামারীদের জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এছাড়াও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে পোল্ট্রি খামারিরা আধুনিক পদ্ধতি, রোগ ব্যবস্থাপনা, এবং উন্নত উৎপাদন কৌশল সম্পর্কে জানতে পারে। এর ফলে, তারা তাদের খামারের উৎপাদনশীলতা বাড়াতে পারে এবং লাভজনকতা নিশ্চিত করতে পারে।

সোনাতলা উপজেলায় পোল্ট্রি খামারিদের জন্য পোল্ট্রি খামার ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি, যেমন- উন্নত জাতের মুরগি পালন, উপযুক্ত খাদ্য ও বাসস্থান ব্যবস্থাপনা, এবং রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পোল্ট্রি খামার বিষয়ক প্রশিক্ষণ সংক্রান্ত ভিডিও, পোল্ট্রি বিষয়ক প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে প্যারাগন ফিড এর ডাঃ রুচি পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।

সোনাতলার পোল্ট্রি খামারিরা এই প্রশিক্ষণ থেকে উপকৃত হয়ে আধুনিক পদ্ধতিতে পোল্ট্রি পালন করে লাভবান হতে পারে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট