সোনাতলা(বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসানের দিকনির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী এবং গরু চুরির চেষ্টাকালে একজনকে গ্রেফতার করেছে। ২ আসামীর প্রত্যেকের নামে থানায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়,২২ আগস্ট দিবাগত রাতে সোনাতলা থানা তদন্ত অফিসার কামাল হোসেন এর নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম,এসআই নুর ইসলাম ও এএসআই হারুন অর রশিদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সরকারী নাজির আকতার কলেজের সামনে থেকে ১ গ্রাম হেরোইনসহ রানিরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সবুজ মিয়া(৩২) এবং চমরগাছা গ্রাম থেকে গরু চুরির চেষ্টাকালে গাইবান্ধার সাঘাটা উপজেলা মেছোট গ্রামের মোজাম্মেল হকের ছেলে জিলদার রহমান(২৮)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুইজনের নামে মাদক মামলা ও একজনকে গরু চুরির মামলা দিয়ে ২৩ আগস্ট আদালতে প্রেরণ করেছে পুলিশ।
Leave a Reply