রিমন আহম্মেদঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকড়িয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে নকল বিড়ি ও গুল তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারসহ চারজনকে আটক করা হয়েছে।
শনিবার(১২ জুলাই) দিবাগত গভীর রাতে উত্তর আটকড়িয়া গ্রামের মৃত বাবু মোল্লার ছেলে মো.মাহমুদ, ও মোমিন মিয়ার বসতবাড়িতে স্থাপিত কারখানায় এ অভিযান চালানো হয়। সেখান থেকে নকল বিড়ি ও গুল তৈরির সরঞ্জামা,নকল সিগারেটের ব্যান্ডরোলসহ হাতেনাতে তিন শ্রমিককে আটক করে।
তারা হলেন রংপুরের গংগাচড়া উপজেলার কামদেব গ্রামের মৃত লাল মিয়ার ছেলে তুষার মিয়া (১৯) , হারাগাছ উপজেলার জাগরণ পাড়া গ্রামের মৃত খায়রুল ইসলামের নাঈম ইসলাম (২৮), কাউনিয়া উপজেলার মিনাজ বাজার এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ রতন মিয়া (৩০)। শ্রমিকদের দেওয়া তথ্যমতে একই গ্রামের মৃত কমর উদ্দিন বেপারীর ছেলে মিজানুর রহমান মটুর বাড়ি
থেকেও নকল সরঞ্জামা উদ্ধারসহ তাকেও আটক করা হয়।
অভিযানের নেতৃতে ছিলেন সারিয়াকান্দি সেনাক্যাম্পের কমান্ডার ক্যাপটেন আরাফাত ও সোনাতলা থানা সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম।
এব্যাপারে সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম জানান,বিষয়টির ব্যাপারে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধিন।
Leave a Reply