সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনার নাম সংশোধনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এই ধারাবাহিকতায় এবার বগুড়ার সোনাতলা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী কলেজটির নতুন নাম ‘সোনাতলা মহিলা কলেজ’।
১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে দেশের মোট ৬০টি স্কুল, কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
এদিকে ফ্যাসিস্ট সরকারের পরিবার সংশ্লিষ্ট নাম পরিবর্তন করায় খুশি সোনাতলার মানুষ। সরকারের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন।
Leave a Reply