মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন এর আড়াই বছরের শিশু পুত্র আফসান হোসেন পানিতে ডুবে মারা গেছে।
আফসান তার মায়ের সাথে অসুস্থ নানাকে দেখতে গত বৃহস্পতিবার রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীর শান্তিপুর এলাকায় যায়। সোমবার দুপুরে তার নানাকে ডাক্তার দেখিয়ে শান্তিপুরের বাড়িতে নিয়ে আসে।
এ সময় শিশু আফসান হোসেন সবার অজান্তে নানান বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে গিয়ে মারা যায়। পরে তাকে উদ্ধার করা হলেও এতোক্ষণে আর জীবিত পাওয়া যায়নি। তার মৃত্যু খবরে শোকের ছায়া নেমে আসে। মৃত আফসান ও তার বাবা যুবদল নেতা আনোয়ার হোসেন গাবতলী মাঠপাড়া এলাকার।
আফসান হোসেনের মরদেহ রংপুরের শান্তিপুর থেকে গাবতলীতে এনে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
Leave a Reply