বগুড়া প্রতিনিধিঃ শহীদদের স্বরণে স্বেচ্ছাসেবী সংগঠন ”নাগরিকদের জন্য আমরা” এর উদ্যোগে ৩আগস্ট/২৫ রবিবার বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ ও বিতরণের উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিদ মন্ডল, সংগঠনের উপদেষ্টা ও গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদ্যস্য রেজাউল করিম,
মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি লিটন মিয়া, প্রধান শিক্ষক সাইদুজ্জামান কাজল, সংগঠনের আব্দুস সালাম, আল আমিন মন্ডল, সাজ্জাদুর রহমান সুজা, মাসুম মিয়া, রফিকুল ইসলাম, রেজওয়ানুল হক মানিক, আমিনুল আকন্দ, রিয়াজ মাহমুদ, তোহাব রহমান, ইউপি মেম্বার জহুর আহম্মেদ টপি, যুবদল নেতা হাসানুর রহমান, আতো উর রহমান প্রমুখ।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনটি বৃক্ষ রোপন ও বিতরণ, শিক্ষা সংক্রান্ত, অসহায় মানুষের পাশে দাড়ানোসহ সমাজের অনেক ভাল কাজ করে যাচ্ছে। এভাবে আরো অন্যান্য সংগঠন বা ব্যক্তিরা এগিয়ে এলে সমাজে আর কোন সমস্যা থাকবে না। সে ক্ষেত্রে সকলের আরো সচেতন হওয়া এবং সহযোগিতার প্রয়োজন।
Leave a Reply