কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার (১৯ আগস্ট) বগুড়ার কাহালু উপজেলার বাখরা বালিকা উচ্চ বিদ্যালয় ও লোহাজাল দাখিল মাদ্রাসায় সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় উল্লিখিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দূর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকনুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ, জাতীয় স্বর্ণ রৌপ্য পদকপ্রাপ্ত মাছচাষি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর, লোহাজাল দাখিল মাদ্রাসার সুপার এ বি এম আবু হাসান দেওয়ান, সাংবাদিক আব্দুল মতিন, নুরুল ইসলাম শেখ, মাহবুবুল আলমসহ উল্লেখিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply