স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় তুচ্ছ ঘটনায় সারোয়ার হোসেন অতুল(৫০) নামের এক হোটেল মালিকের কান কর্তনের ঘটনা ঘটেছে। রবিবার(৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সোনাতলা রেল স্টেশন সংলগ্ন ‘স’ মিল(কাঠ ফাড়াই মিল) এলাকায় এ ঘটনা ঘটে। অতুল সোনাতলা নতুন বন্দরের মৃত বুলু সরকারের ছেলে।
সরেজমিনে জানা যায়,গত শনিবার(৬সেপ্টেম্বর) তুচ্ছ ঘটনায় পৌর এলাকার আগুনিয়াতাইর (কলাগাছিপাড়া) গ্রামের রিক্সা চালক হারুন মিয়ার সাথে অতুলের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পরেরদিন রবিবারে সকাল ৮টার দিকে হারুন ঘটনাস্থলে এসে অতুলের স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই হোটেল থেকে কাঠের বাটাম নিয়ে মারপিট করতে থাকে।
এ সময় অতুল এগিয়ে গেলে হারুণ তাকেও বাটাম দিয়ে আঘাত করলে অতুলের একটি কান কেটে ঝুলে যায়। গুরুতর আহত অতুলকে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় একটি হাসপাতালে প্রেরণ করেন।
এই রিপোর্ট লেখা অবধি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিলো।
Leave a Reply