1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২

সোনাতলা সংবাদ ডেস্কঃ নতুন প্রকাশিত খসড়া ভোট কেন্দ্রের তালিকা অনুযায়ী বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি। এরমধ্যে সোনাতলা উপজেলায় একটি ভোট কেন্দ্রের সংখ্যা বেড়েছে এবং সারিয়াকান্দি উপজেলার একটি ভোট কেন্দ্র রদবদল হয়েছে। ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে এবং জনসাধারণের অবগতির জন্য তা প্রচার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। প্রকাশিত খসড়া ভোট কেন্দ্রের তালিকায় কোনও ভোট কেন্দ্রের ওপর আপত্তি থাকলে তা আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে আবেদন দাখিল করতে বলা হয়েছে।

সারাদেশের মতো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়া-১ আসনের খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী এ আসনের সর্বমোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার ৭১টি এবং সোনাতলা উপজেলার ৫৪টি। খসড়া তালিকা অনুযায়ী সোনাতলা উপজেলার একটি ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সেটি হলো শিচারপাড়া বুলজান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, শিচারপাড়া। এ ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৩৮১।

উল্লেখ্য যে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনাতলা উপজেলার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৫৩টি। অপরদিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং পুরাতন ভবন দুটি কেন্দ্রের একটি ভোটকেন্দ্র বাতিল করা হয়েছে। তার পরিবর্তে শালুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নতুন করে অনুমোদন করা হয়েছে। গত নির্বাচনে হিন্দুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পুরুষ এবং মহিলা ভিন্ন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নতুন তালিকা অনুযায়ী দুটি ভোট কেন্দ্রে পুরুষ এবং মহিলা একসাথে ভোট দিতে পারবেন।

হিন্দুকান্দি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৮০ এবং শালুখা ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৫৫০ জন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সারিয়াকান্দি উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যাও ৭১টিই ছিল। সারিয়াকান্দি উপজেলার ১২টি এবং সোনাতলা উপজেলার ৭টিসহ মোট ১৯টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার মোট ভোটার ২ লাখ ৪২০ এবং সোনাতলা উপজেলার মোট ভোটার ১ লাখ ৭১ হাজার ৪২। এ আসনের সারিয়াকান্দি উপজেলার মোট হিজরা ভোটার সংখ্যা ৫ জন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আহসান হাবিব করতোয়াকে বলেন, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নতুন খসড়া ভোটকেন্দ্রের তালিকা জনসাধারণের প্রচারের জন্য প্রকাশিত হয়েছে। প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের তালিকায় কোনও ভোট কেন্দ্রের ওপর দাবি বা আপত্তি থাকলে তা সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় অথবা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যেই লিখিতভাবে আবেদন দাখিল করা যাবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট