স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৩১২জন দুস্থ মহিলাদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক এর সভাপতিত্বে এবং তারই সঞ্চালনায় বিতরণ পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, যুব উন্নয়ন অফিসার শাহ জামাল প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভিডাব্লিউবি’র সুবিধাভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তরিকুল ইসলাম নিজাম, আব্দুর রশিদ ও বালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীসহ সুবিধাভোগীরা।
Leave a Reply