মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন যুবরীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি মেম্বার সুলতান মাহমুদ (৩৩) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়ি রানিরপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন।
বিএনপি ও মহিলাদল নেত্রী সুরাইয়া জেরিন রনি’র দায়ের করা হামলা, মারপিট ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুলতান মেম্বার রনিরপাড়া গ্রামের আবুল কালাম আজাদ এর ছেলে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক এর সাথে কথা বললে তিনি জানান, বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনি’র দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামীসহ আরেকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। অপর দিকে গ্রেফতারকৃত সুলতান মেম্বারের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, তাকে গ্রেফতার করার পর পরই একই গ্রামের প্রতিপক্ষ তাদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে।
Leave a Reply