সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় গতকাল রোববার বিদ্যুৎপৃষ্ট হয়ে উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকায় এক কলেজ ছাত্র মারা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে ও সৈয়দ আহম্মদ কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র মোঃ শফিকুল ইসলাম গতকাল রোববার তার নিজ শয়ন ঘরে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতা বশত ওই কলেজ ছাত্র বিদ্যুতের তারে জড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি সৈকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বাড়িতে একটি বিয়ে অনুষ্ঠানে শফিকুল ইসলাম বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়।
Leave a Reply