সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বৃহস্পতিবার বগুড়া সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মকুল মোল্লার বাড়ির পাশে জুয়া খেলায় নিষেধ করায়, জুয়ারুরা ছুড়িকাঘাতে স্বামী ও স্ত্রীকে গুরুত্বর আহত করেছে।
হাসপাতালে রুগী সূত্রে জানা যায়, উপজেলার ফাজিলপুর (কালিতলা) গ্রামের বজলু মোল্লার ছেলে মুকুল মোল্লা (৪০) বাড়ির পশ্চিম ও দক্ষিণ পাশে জুয়ারুরা ফাজিলপুর (মাঝিপাড়া) গ্রামের মৃত আছির প্রাং এর ছেলে মোঃ মেহেদুল ইসলাম (৪২) ও তার ভাতিজা জাহাঙ্গীর আলম (১৯), আশরাফ হোসেন (৩৫), রইছ উদ্দিন (৪৫) সহ ৭ থেকে ৮ জন তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দিকে মুকুল মোল্লা জুয়া খেলা নিষেধ করলে জুয়ারুদের তার তর্ক বিতর্ক হয়। এসময় তাকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতারিভাবে মুকুল মোল্লা (৪০) ও তার স্ত্রী মোছাঃ হাছিনা বেগম (৩২) কে মারপিট করে। এক পর্যায়ে সে মাটিতে লুটে পরে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে, সোনাতলা হাসপাতালে ভর্তি করে। মুকুলের শারীরিক অবস্থা আশঙ্কা জনক বলে জানাগেছে। এব্যাপারে সোনাতলা থানায় মামলা প্রস্তুতি চলছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, মারামারির বিষয়টি জেনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply