সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বিকালে পৌর এলাকার বাসস্ট্যান্ড উপজেলা জাসদ কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাসদের সভাপতি ইয়াসিন আলী মণ্ডলের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় সহ-সভাপতি,জেলা জাসদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭২ সালে জন্ম নেয়া জাসদ বাংলাদেশের সকল ক্রান্তিকালে মানুষের পাশে ছিল এখনও পাশে আছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাসদ হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতির অবসান, ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আগামী দিনে জাসদের সকল আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। কর্মীসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সদস্য এমদাদুল হক, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল লতিফ ববি, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে জাসদের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. হাসান আফজল আকবর হারুন। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুর রউফ অপুর সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাবেক সভাপতি জুলফিকার হায়দার দারা, পৌর জাসদের সভাপতি আবু তাহের খান, সাধারণ সম্পাদক দস্তগীর আলম ডাল্টন, জাসদ নেতা জবায়দুর রহমান, সাইফুল ইসলাম, আশিকুর রহমান, রাসেল প্রমূখ।
Leave a Reply