সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার তলাবিহীন ঝুঁড়ির দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছে। এই সরকার গরীব ও কৃষকের সরকার। তাই এই সরকার ক্ষমতায় এলে কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়।
তিনি গতকাল বগুড়ার সারিয়াকান্দি আব্দুল মান্নান সরকারি ডিগ্রী মহিলা কলেজের হলরুমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের শীর্ষক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সরেজমিন গবেষণা বিভাগ, চেলোপাড়া, বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ড. মোঃ রহমত আলী মোল্লা, আব্দুল মান্নান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ আলম লতা, আমিনুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু প্রমুখ।
Leave a Reply