সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় জোড়পুর্বক জমি দখলের চেষ্টার ঘটনায় একটি অসহায় পরিবার হুমকীর মুখে রয়েছে। এঘটনায় উপজেলার উত্তর করমজা গ্রামের মৃত নইম উদ্দিন মোল্লার ছেলে মোঃ মাহাবুর রহমান(৫০) নামের এক ব্যাক্তি থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তফসিল- জেলা বগুড়া থানা সোনাতলা, মৌজা-উত্তর করমজা, জেএল নং ১২,এআর-৬৭,খারিজী খতিয়ান-২৯৮,৩৫৯,২৯৭,৩১৮ অংশ। এর সাবেক দাগ ৬০৮, হাল দাগ ১০২২, বাশঝার, পরিমান ৭শতক। এ তফসিল বর্নিত সম্পত্তি তার পিতা মৃত নইম উদ্দিন মোল্লার নামীয় স্বত্ব দখলীয় সম্পত্তি। উক্ত সম্পত্তি তার পিতা গত ১৭/০৯/২০০৮ইং তারিখে সম্পাদিত ও রেজিঃকৃত একখন্ড ৩৪৯৪ নং হেবার ঘোষনা দলিলের মুলে তাদের তিন ভাই মোঃ আফতাব, মিরাজুল ইসলাম,মাহাবুর রহমান নামে উপরোক্ত তফসিল বর্নিত সম্পত্তি সহ মোট ৬৭শতক জমি এবং একই তারিখে ৩৪৯১ নং কবলা দলিল মুলে তার নিজ নামে ০১শতক সম্পত্তি দলিল করে দেন। উক্ত সম্পত্তি তারা প্রাপ্ত হয়ে ভোগদখলের সুবিধার্থে গত২৯/০৬/১৯ইং তারিখে অনুমোদিত খারিজ কেস নং ১২৭৩(৯-১) ০৮-০৯ মুলে খারিজি খতিয়ান খুলিয়া পৃথকভাবে জমা খারিজ করতঃ ৬১২নং হিসাবে তৎপর হইতে বাংলা সন সন খাজনাদি পরিশোধ করিতেছি। কিন্তু আমারই আপন সহদর ভাই মোঃ নুরুল ইসলাম এবং এর দুই ছেলে মোঃ রঞ্জু (২৫) ও মোতালেব পুর্ব পরিকল্পিতভাবে দির্ঘদিন যাবৎ স্বত্ব দখলীয় সম্পত্তি বেদখল করে জোরপুর্বক যবর দখলের চেষ্টা করে চলেছে। উক্ত জায়গাটিতে অবৈধ নির্মানের জন্য গত ০৭/০৮/২২ইং তারিখে জোড়পুর্বক ইট,বালু,বাঁশ জরো করে রেখেছে। এতে মাহাবুর রহমান গত ১৭/০৯/২২ইং তারিখ সকালে তাদেরকে নিষেধ করলে অভিযুক্তরা খুন ও জখমের হুমকী দেয়। তাই যেকোন সময় বিবাদিরা ওই জায়গাটি জোর পুর্বক দখল করতে পারে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
এবিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জাানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply