1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :

সোনাতলায় মুক্তিযোদ্ধার চেক উদ্ধার করতে গিয়ে অপর দুই মুক্তিযোদ্ধার হাতে পৌর কাউন্সিলর লাঞ্ছিত

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় অসুস্থ এক মুক্তিযোদ্ধার সম্মানিভাতার চেক ও অন্যান্য কাগজপত্রাদি উদ্ধার করতে গিয়ে অপর দুই মুক্তিযোদ্ধার হাতে লাঞ্ছিত হয়েছেন সোনাতলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম। এ ঘটনায় সোমবার সকালে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মশিউর রহমান রানা, পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক খান রবিউল, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, পৌর কাউন্সিলর রেজাউল করিম ও জাফর ইকবাল চপল।
লিখিত অভিযোগে পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম উল্লেখ করেছেন, ‘গত রোববার বেলা ১১ টার দিকে সোনাতলা পুরাতন সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী মোল্লার নিকট রক্ষিত অপর অসুস্থ বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেনের স্ত্রী আকিজা বেগমের অনুরোধে সেসহ আমি চেকবই ও মুক্তিযোদ্ধা প্রমাণক কাগজপত্র, স্মার্টকার্ড,এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট চাইতে গেলে মু্িক্তযোদ্ধা ইউনুস আলী সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে চেকটি নিতে বলেন। এতে দ্বিমত পোষন করলে তিনি তার সাথে থাকা অপর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী আকন্দকে নিয়ে মারমুখী আচরণ করেন ও ধাক্কাধাক্কি করেন। ওই দুই মুক্তিযোদ্ধ পৌর কাউন্সিলর তরিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেয়।
এ বিষয়ে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সাথে কথা বললে তিনি অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২৭ সেপ্টেম্বর অভিযুক্ত বীরমুক্তিযোদ্ধা ও অভিযোগকারী পৌর কাউন্সিলরকে ডেকেছি। তাদের নিয়ে বসে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করবো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট