সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হলরুমে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও সরকারী অনুদানের চেক প্রদান করেন বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, উপজেলা পূজা উদযাপন, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ কুমার গুপ্ত, কানুপুর সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি, হাটকরমজা শারদীয় দূগামন্দিরের সভাপতি অতুল চন্দ্র, উত্তর বাঁশহাটা দূর্গামন্দিরের সভাপতি নির্মল চন্দ্র প্রমূখ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার জৈন নতুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েস হোসেন নাহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েলসহ উপজেলার ৪৯টি পূজা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
Leave a Reply