গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বগুড়ার গাবতলীতে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর বুধবার স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার এবং কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত হলো একদিনের প্রীতি ফুটবল ম্যাচ। এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। এ সময় থানার ওসি সনাতন চন্দ্র সরকার, (ওসি তদন্ত) জামিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক অফিসার জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন। অফিসারদের মধ্যে খেলায় অংশ গ্রহণ করেন উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, পিআইও রাশেদুল ইসলাম, নির্বাচন অফিসার রুহুল আমীন, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলামসহ ১১টি দপ্তরের প্রধান এবং কর্মচারীবৃন্দ। খেলায় অফিসার দলকে পরাজিত করে কর্মচারী দল জয়ী হয়।
Leave a Reply