সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন শারদীয় দূর্গা পূজা পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়ার সহ-সভাপতি ম.আব্দুর রাজ্জাক। ০৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাম নারায়ন বিহানী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন ও নিজ তহবিল হতে নগদ অর্থ প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জাকির, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস রুম্পা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার রহমান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী জুলফিকার রহমান শান্ত,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, পৌর প্যানেল মেয়র মশিউর রহমান রানাসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।
সারিয়াকান্দি উপজেলার কৃতিসন্তান ম.আব্দুর রাজ্জাক ছাত্র জীবনের শুরু থেকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক হিসাবে কাজ করছেন।
মন্দির পরিদর্শন কালে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বহি: বিশ্ব মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বর্তমান বাংলাদেশের উন্নয়ন আর থেমে নেই। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস। যার ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূর্জা। এই শারদীয় দূর্গা উৎসব যাতে তারা নিবিঘ্নে পালন করতে পারে সে জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগীতা করছেন। তিনি এক যোগে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার ও নব যোগদান নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Leave a Reply