সোনাতলা সংবাদ (প্রেস রিলিজ)ঃব গুড়া সোনাতলা উপজেলার চরপাড়া বাজারে দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় অজ্ঞাত এক শিশু বয়স আনুমানিক ৫/৬ বছর তাকে পাওয়া গেছে।
শিশুটির ভাস্যমতে,
নাম : সাজিম সরকার
পিতা: আবু সাঈদ
এর বেশি কিছু বলতে পারেনা, সে একবার জানিয়েছে কোথায় যেন কাহার মাধ্যমে খেলা দেখতে গেছিলো।
অজ্ঞাত শিশুটিকে সোনাতলার চরপাড়া বাজারে পাওয়ার পর স্থানীয় এক যুবক সাজেদুর রহমান এর হেফাজতে রাখে এবং শিশুটিকে জিজ্ঞেস করার পর নাম এবং বাবার নাম শুনে নেয় তারপর জরুরী সেবা 999 এ কল করার পরে সোনাতলা থানায় একটি সাধারন ডায়েরী করার মাধ্যমে সোনাতলা থানার সাব ইন্সপেক্টর নূর ইসলাম এর হেফাজত এ আছে।
যোগাযোগ: নূর ইসলাম (SI সোনাতলা থানা)
CONTACT:01726898509
সাজেদুর রহমান: 01737488986
Leave a Reply