সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকরিয়া (ঝিনারপাড়া) গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে সোনাতলা থানায় লিখিত অভিযোগ করেছেন ওই গ্রামের মৃত আব্দুল গফুর আকন্দের ছেলে মহিদুল ইসলাম। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘উত্তর আটকরিয়া (ঝিনারপাড়া) গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আঃ সালাম জমিজমা নিয়ে আমাদের সাথে আগে থেকে শত্রæতা করে আসছে। এর জের ধরে গত ৬ অক্টোবর রাতে বিষ দিয়ে পুকুরের মাছ মেরে ফেলে আর্থিক ক্ষতিসাধন করে। অভিযোগে আরো উল্লেখ রয়েছে ‘পূর্ব শত্রæতার জের ধরে আঃ সালাম ইতিপূর্বে মহিদুল ইসলামদের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেয় ও বিদ্যুৎ চালিত সেচ মেশিন নষ্ট করে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীনের সাথে কথা বললে তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগীরা আমার কাছে এসেছিল।
আমি তাদেরকে থানায় যোগাযোগ করতে বলেছি।’
সোনাতলা থানার ওসি সৈকত হাসান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনাতলা থানা পুলিশ।
Leave a Reply