কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হয়ে এক সপ্তাহ ধরে বগুড়া সজিমেক মেডিক্যাল কলেজে লাইফ সাপোর্টে থাকা এসএসসি পরীক্ষার্থী নাজমুস সাকিব গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মারা গেছে। সাকিব অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসানের ছেলে। জানা গেছে গত ৬ অক্টোব্বর বগুড়া-নওগাঁ মহাসড়ের কাহালু উপজেলার যোগারপাড়ায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় চলন্ত মটরসাইকেল থেকে ছিটকে পড়ে হুজায়ফা (১৪) এবং সাকিব (১৫) গুরুত্বরভাবে আহত হয়। ঘটনার দিন হুজায়ফা মারা যায় এবং সাকিবকে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার সাকিব মারা যায়।
Leave a Reply