সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠি হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ অক্টৌবর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্তর মাঠে ছাত্র-ছাত্রীদের নিয়ে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দূর্যোগ কালীন সময়ে করণীয় নিয়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশিক্ষণ দেন সোনাতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা।
এসময় দূর্যোগ কালীন সময়ে বিশেষ করে ভূমিকম্প, অগ্নিকান্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সাথে কিভাবে মোকাবেলা করে নিজেদের নিরাপদ রাখা যায় এবিষয়ে ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষনের মাধ্যমে শিখিয়ে দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, সোনাতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ আব্দুর রউফ, উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা লিপিকা বষুনিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন দূর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-প্রকৌশলী আবু রেজওয়ান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানাসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।
Leave a Reply