1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়া জেলা পরিষদ নির্বাচনঃ প্রচারনায় ও ভোটারদের মুখে সদস্য প্রার্থী শান্তর নাম!

  • শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৫৮

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়া জেলা পরিষদ নির্বাচন শেষ মুহর্তে জমে উঠেছে। জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রচারণা কম হলেও কমতি নেই মহিলা সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে। জনপ্রতিনিধি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে ভোটাররা।

কে হচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য তা নিয়ে চলছে জোড় আলোচনা। প্রতিটি মোড়ে মোড়ে ছেয়ে গেছে প্রার্থীদের পোষ্টারে। হোটেল রেস্তোরা, চাস্টলসহ সর্বত্রই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা।

জানাগেছে, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের সফল চেয়ারম্যান ছিলেন বগুড়া জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত। গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি নির্বাচনে দাড়াননি। এবার তিনি জেলা পরিষদ নির্বাচনের সাধারণ সদস্য পদে লড়ছেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি চেয়ারম্যান ও মেম্বার জানান, জেলা পরিষদ নির্বাচন যে এতটা জমজমাট হয় তা আগে কখনো হয়নি। উপজেলায় বসে থেকে ভোটারদের ডেকে ভোট চাওয়া হয়েছে। এবার সম্পূর্ণই তার ব্যাতিক্রম। প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন সেচ্ছাসেবকলীগ নেতা জুলফিকার রহমান শান্ত। এজন্য প্রচারনায় ও সমর্থনে তাকে এগিয়ে রাখছেন ভোটাররা।

সম্প্রতি সোনাতলা প্রেসক্লাবে ১৪৬ ভোটারের মধ্যে প্রায় অর্ধ শতাধিক ভোটার নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন প্রার্থী জুলফিকার রহমান শান্ত। জনপ্রতিনিধি ভোটারদের আশা বিপুল ভোটের ব্যবধানে সদস্য পদে জয়ী হবেন এই সাবেক ইউপি চেয়ারম্যান।

বগুড়া জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সদস্য প্রার্থী জুলফিকার রহমান শান্ত বলেন, জনগনের প্রত্যাশিত উন্নয়ন করতে চাই। এজন্য নির্বাচিত হতে ভোটারদের ভোট চান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট