
মুহাম্মাদ আবু মুসাঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও প্রশাসনের কঠোর নজরদারি এবং শান্তিপূর্ণ পরিবেশে বগুড়া জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ৮৭৪ ভোট পেয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেও তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নান আকন্দ ৭২১ভোট পেয়েছেন। এ ছাড়া সংরক্ষিত সদস্য নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে মাহফুজা খানম লিপি, ২নং ওয়ার্ডে শামীমা আক্তার মুক্তা, ৩নং ওয়ার্ডে সুমাইয়া খানম, ও ৪নং ওয়ার্ডে লাবনী খাতুন। সাধারণ সদস্য পদে যাঁরা নির্বাচিত হয়েছেন তারা হলেন ১ নং ওয়ার্ডে শামসুন্নাহার আক্তার বানু শিবগঞ্জ, ২নং ওয়ার্ডে সার্জিল আহম্মেদ টিপু বগুড়া সদর, ৩নং ওয়ার্ডে নাছরিন রহমান কাহালু, ৪নং ওয়ার্ডে আবু সাঈদ ফকির দুপচাঁচিয়া, ৫নং ওয়ার্ডের মঞ্জু আরা বেগম আদমদীঘি, ৬নং ওয়ার্ডে মুকুল মিয়া নন্দীগ্রাম, ৭নং ওয়ার্ডে আসাদুর রহমান দুলু শাজাহানপুর, ৮ নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান শেরপুর, ৯নং ওয়ার্ডে এএফএম ফজলুল হক ধুনট, ১০নং ওয়ার্ডে আআব্দুল্লাহেল বাকী পাইকার গাবতলী, ১১ নং ওয়ার্ডে আব্দুর রশিদ ফরাজী সারিয়াকান্দি ও ১২নং ওয়ার্ডে আবু হাসান মোঃ আসাফুেদৌলা সোনাতলা।
Related
Leave a Reply