সোনাতলা(বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় দক্ষিণ পাড়া জান্নাতুল ফেরদৌস জামে মসজিদে একাধারে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে গুণীজন সংবর্ধনা পেল ২৬জন শিক্ষার্থী।গতকাল শুক্রবার বিকাল ৪টায় দিগদাইড় ব্রাইট ফিউচার ফাউন্ডেশন এর আয়োজনে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।দিগদাইড় ইউপির সাবেক চেয়ারম্যান আলী তৈয়ব শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি চুয়াডাঙ্গা বিশ্বিবদ্যালয় কলেজের অধ্যাপক প্রফেসর নাজিমউদ্দীন। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি নাহারুল ইসলাম লিটন।ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মিনাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাহানাবাদ সিনিয়র আলীম মাদরাসার অধ্যাপক ফজলুল করিম,সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কালাম আজাদ, দিশারি উন্নয়ন সংস্থার পরিচালক এম রহমান সাগর, সৈয়দ আহম্মদ মডেল মাদরাসার সিনিয়র শিক্ষক মাও রুহুল আমীন, বারঘড়িয়া স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক সৈয়দ মাও রবিউল ইসলাম, সোনাতলা উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এড. দলিলুর রহমান, সাদা মনের মানুষ মাও জাহিদুল ইসলাম, দিগদাইড় ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ডাঃ আব্দুর রাজ্জাক,দিগদাইড় দক্ষিণ পাড়া জান্নাতুল ফেরদৌস জামে মসজিদের ইমাম মাও আব্দুল্লাহ আল নোমান ।
Leave a Reply