সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় মাদক ও জুয়ারীসহ মোট ৭জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেতৃত্বে এসআই আসাদুজ্জামান, এসআই নাজিম উদ্দিন, এএসআই রমেন কুমার সাহা ও এএসআই আঃ ছালাম সঙ্গীয় ফোর্সসহ ৩০অক্টোবর দিবাগত রাতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে উপজেলার মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে রেজাউল করিমকে ৭ পুড়িয়া হোরোইন ও পৌর এলাকার শাহাবাজপুর গ্রামের আঃ জলিলের ছেলে ফুল মিয়াকে ৩ পুড়িয়া হেরোইনসহ আটককরে। এছাড়াও পূর্বের মাদক মামলার আসামি উপজেলার পূর্ব তেকানী গ্রামের সালজার রহমানের ছেলে শিমুল রানাসহ আরো একজনকে আটক করে।
অপরদিকে পৃথক আরো একটি অভিযান পরিচালনা করে পৌর এলাকায় আগুনিয়াতাইড় উত্তর ডাক বাংলো সংলগ্ন রেল কলোনীর আবু হানিফের ঘরে জুয়া খেলার সময় হাতেনাতে ৪জনকে আটক করে। আটকৃতরা হলো পৌর এলাকার আগুনিয়াতাইড় (উত্তরপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনারুল ইসলাম(৩৫), মৃত বাবু মন্ডলের ছেলে আজাদুল ইসলাম (৩২), একই গ্রামের নুরুল আমিন শেখের ছেলে মোস্তাফিজুর রহমান (তাজুল) শেখ (৩৬), গাবতলী উপজেলার মহিষবাথা গ্রামের মৃত হেমন্তের ছেলে শ্রী শিশির (৪০), আটককৃত জুয়ারুদের তথ্যের ভিত্তিতে জানা যায় তাদের সহযোগী ঝিনাইদহ জেলার, শৈলকুপা উপজেলার, শেখপাড়া গ্রাম বর্তমানে পৌর এলাকার ১নং ওয়ার্ডের আগুনিয়াতাইড় উত্তর ডাকবাংলো রেল কলোনীর ইয়াকুব মোল্যার ছেলে সাহেব আলী হানিফ মোল্যা (৩৬), নামের আরো একজন পালিয়ে গেছে। মামলা সুত্রে সে পলাতক রয়েছে।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান ৩১ অক্টোবর সোমবার সকালে আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply