1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

একটি স্বপ্নের মৃত্যু, এলাকাজুড়ে শোকের মাতমঃ ফুয়াদের দাফন সম্পন্ন

  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩৭

মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ ফুয়াদ হোসেন (২০) তারা একই বয়সী ৩ বন্ধু মেহেরুন হাসান (২০) ও একই ইউনিয়নের গোকুল দক্ষিণপাড়া গ্রামের তাদের আরেক বন্ধু নাজমুল হোসেন (১৯)। ছোটবেলা থেকেই তারা বন্ধু। সম্পর্কে তারা নিকটাত্মীয় এবং প্রতিবেশী। তাদের বেড়ে ওঠা একসঙ্গেই চলাফেরা ও ঘোরাঘুরি সব কিছুই এক সঙ্গে। সর্বশেষ ৩ বন্ধু মিলে একসঙ্গে মোটরসাইকেলে চেপে বগুড়ার শহরতলী একটি সিম কোম্পানিতে কর্মরত স্থানে রওনা দেন। গতকাল রবিবার তখন সময় বেলা সাড়ে ১১টা। সেই যে মোটরসাইকেল নিয়ে বের হলো কিন্তু তাদের বন্ধু ফুয়াদ আর ঘরে ফিরতে পারলো না। সড়ক দুর্ঘটনায় বাবা মায়ের স্বপ্ন শূণ্য বানিয়ে চীরতরে চলে গেলেন মৃত্যুপুর। এলাকাজুড়ে যার সর্বাক্ষণিক ছিল চাঞ্চল্য। কয়েক ঘন্টার ব্যবধানে সেই পুরো গ্রামজুড়েই চলছে এখন শোকের মাতম।
আজ সোমবার বাদ জহর ফুয়াদের নামাজের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে বগুড়ার সদরের গোকুল ইউনিয়নের ধাওয়াকোলা উত্তরপাড়া গ্রামে ফুয়াদের পরিবারে তালাশ করে দেখা যায়, ভাগ্যের কি নির্মম পরিহাস বেশ কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত ফুয়াদের বাবাও সড়ক দুর্ঘটনায় অস্বাভাবিক ভাবে জীবনযাপন করছেন। সড়ক দুর্ঘটনায় শরীরের বিভিন্ন অংশে তার ক্ষতবিক্ষত দাগ মুছলেও চলাফেরা
ঠিক মত করতে পারে না। বাড়ি ভরা আত্মীয়- স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। সড়ক দুর্ঘটনায় আদরের ছেলে ফুয়াদকে হারিয়ে পাগলপ্রায় বাবা আব্দুল হান্নান।
ফুয়াদের দাদা রবিয়া মিঞা তিনি বেশ কয়েক বছর পূর্বে তার ছোট ছেলে কে হারিয়েছেন৷ সেই শোক আজও কেটে উঠতে পারেননি। নতুন করে বাঁচতে নাতি ফুয়াদকে নিয়েই সাজিয়ে ছিল স্বপ্ন। এরই মধ্যে কালবৈশাখী ঝড়ের মত আকষ্মিক সড়ক দুর্ঘটনায় সবকিছু তছনছ। নাতি ফুয়াদের মৃত্যু কিছুতেই মানতে পারছেন না দাদা রবিয়া৷
সন্তানের মৃত্যুতে ভারি আহাজারি কণ্ঠে মা ফরিদা বেগম ক্ষণে ক্ষণে ডুকরে কেঁদে উঠছেন। তিনি বলেন, ছেলেকে তিল তিল করে বড় করেছি। এভাবে তাকে বিদায় দিতে হবে কখনো কল্পনাও করিনি। আমার বুকটা ভেঙে যাচ্ছে।’ নিহত ফুয়াদের বাবা আব্দুল হান্নান ও মা ফরিদা বেগম সারা রাত ঘুমাননি। রাত থেকেই ছেলের জন্য কাঁদছিলেন। কেমনে এ শোক সইবেন তারা? কে দেবেন সান্তনাদান? শোক মুহূর্তে এমন হৃদয় বিদারক ঘটনা সবাই যেন বাকরুদ্ধ।
উল্লেখ্য, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার (ঢাকা-রংপুর) মহাড়কের সদরের বাঘোপাড়া ইট ভাড়ার সামনে মারিয়া নামের একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকের আসনে থাকা ফুয়াদ ছিটকে গিয়ে মাথায় ও বুকে আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে মারা যায়। গুরুত্বর আহত হয় তার বন্ধু কুদ্দুসের পুত্র মেহেরুন ও আব্দুল মোমিনের পুত্র নাজমুল হাসান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালানো সর্বোচ্চ গতিতে দুর্ঘটনার শিকার হয়েছে ফুয়াদ ও তার বন্ধু। তার বন্ধু মেহেরুন ও নাজমুল প্রাণে বেঁচে গেলেও তারাও গুরুত্বর হয়ে হাসপাতালে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, সড়কে ছোট বড় কোন দুর্ঘটনাই কাম্য নয়। বাঘোপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ফুয়াদ নামের ১ যুবক নিহত ও তার ২ বন্ধু আহতের ঘটনা অত্যান্ত দুঃখজনক। আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে হেফাজতে নিয়েছি। মোটরসাইকেলের গতি কত ছিল বা বাস বেপরোয়া গতিতে ছিল কিনা এবিষয় গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ-দুর্ঘটনার বিষয়ে বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি মোস্তফিজার রহমান নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন,
সড়কে শৃঙ্খলা না মানা ও বেপরোয়া গতির কারণে দিন দিন বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা।
স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছার দ্রুততম মাধ্যম বাহন মোটরসাইকেল হলেও, ৪ চাকার বাহনের তুলনায় দুই চাকার এই যানে ঝুঁকি ৩০গুণ বেশি বলে আমাদের জরিপে উঠে এসেছে। মোটরসাইকেল বেপরোয়া গতিরোধ চালক ও আরোহীর মাথায় হেলমেট পড়তে আমরা মাঝে মাঝেই সচেতন করতে সড়ক কাজ করছি। ছেলেরা মোটরসাইকেল বাসা থেকে বের করার সময় পাশাপাশি অভিভাবকেরা সচেতন হয়ে তাদের হেলমেট ও অন্যান্য সুরক্ষিত ড্রেস পরিধান করতে বাধ্য করা ও বেপরোয়া গতিতে গাড়ী না চালাতে নিষেধ করলে অনেকেই এই বাঁধা মোতাবেক সচেতন হলে মোটরসাইকেল দুর্ঘটনার প্রবণতা কমে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট