কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে চতুর্থ উপজেলা স্কাউট সমাবেশের শেষদিন বৃহস্পতিবার রাতে মহা তাঁবু জলসার বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস, কাহালু উপজেলা শাখার আয়োজনে মহা তাঁবু জলসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথি ও স্কাউট সমাবেশে যারা দায়িত্ব পালন করেছেন তাঁরা হলেন আল্লামের তাকিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মন্ডল, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ, এম, এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন, বাংরাদেশ স্কাউট, কাহালু উপজেলা শাখার সম্পাদক আফরিন সুলতানা রুনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন স্কাউটের প্রোগ্রাম চিফ শামছুর রহমান। উল্লেখ্য যে, চতুর্থ উপজেলা স্কাউট সমাবেশে করতোয়া ও নাগর দুটি দলে বিভক্ত করা হয়। এই দুটি দলে ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
Leave a Reply