কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মাগুড়ায় নির্মাণাধীন ৪০০/২৩০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র গতকাল সোমবার দুপুরে পরিদর্শন করেছেন বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মোঃ হাবিবুর রহমান। তিনি নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নিদ্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবার ত্যাগিদ দেন সংশ্লিষ্ট ঠিকাদরী প্রতিষ্ঠানকে। পরিদর্শনের সময় তাঁর সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোডের চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা), যুগ্ন সচিব (উন্নয়ন-১), পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, কাহালু থানার ওসি মোঃ আমবার হোসেনসহ বিদ্যুৎ বিভাগের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply