1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

কাহালুতে গরু চুরির আতঙ্কে রাত জেগে পাহারা

  • বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৪৩

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইনিয়নের বিভিন্ন এলাকা থেকে গত ২০ দিনে ৮টি গরু চুরি হয়েছে। গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অনেকে আতঙ্কিত হয়ে রাত জেগে পাহারা দিচ্ছে তাদের গোয়াল ঘর।
সাবেক ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের জানান, দেওগ্রাম, পাতাঞ্জ ও হারলতা গ্রামে গত ২০ দিনে মোট ৩ চুরির ঘটনায় ৮টি গরু চুরি হয়েছে। কিন্ত ধরা পড়েনি কোন চোর এবং উদ্ধার হয়নি চুরি হওয়া গরু। তিনি আরও জানান, গত মঙ্গলবার রাতে প্রত্যাপপুর এলাকায় বৈদ্যুতিক টান্সফরমারের মুল্যবান তার চুরি হওয়ার পর প্রায় সারাদিনই সেখানে বিচ্ছিন্ন ছিলো বিদ্যুৎ সংযোগ। এই চারটি চুরির ঘটনায় দূর্গাপুর ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের মধ্যে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনাগুলির পর থেকে অনেকে রাত জেগে পাহারা দিচ্ছেন তাদের গোয়াল ঘর।
সাবেক ইউপি মেম্বার হারলতা গ্রামের আব্দুল হামিদ জানান, গত ৭ নভেম্বর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে তাঁর গোয়াল ঘরের তালা কেটে প্রায় দেড় লাখ টাকা মুল্যের একটি গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে গেছে চোরেরা। তিনি আরও জানান, ওই রাতে পাতাঞ্জ গ্রামের শহিদুল ইসলামের বাড়ির প্রাচীর টপকে চোরেরা মুল দরজা খুলে গোয়াল ঘর থেকে তিনটি গুরু চুরি করে নিয়ে যায়।
দূর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রুনজু জানান, পাতাঞ্জ ও হারলতা গ্রামে গরু চুরির ঘটনার এক সপ্তাহ আগে দেওগ্রাম এলাকার মামুনের বাড়ির গ্রিল কেটে গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে চোরেরা। তিনি আরও জানান, এই তিনটি চুরির ঘটনার পর বিভিন্ন এলাকায় চৌকিদার দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। তারপরেও আতঙ্কে অনেকে রাত জেগে পাহারা দিচ্ছেন তাদের গোয়াল ঘর।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, থানায় গরু চুরির দুটি অভিযোগ হয়েছে। চুরিসহ সব ধরনের অপরাধ রোধে রাতে রোড ডিউটির পাশাপাশি বিভিন্ন স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট