কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে মাত্র দুই শতক জায়গার বিবাদের জেরে ধরে মারপিটে আঃ গফুর (৬৫) ঘটনাস্থলে মারা গেলে ভাসুরকে হত্যার অভিযোগে ছোট ভাইয়ের স্ত্রী মোছাঃ জোসনা বেগম (৪৫) কে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার ভুগইল সরদারপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত আঃ গফুর ভুগইল সরদারপাড়ার মৃত ইব্রাহীমের পুত্র এবং আটক জোসনা গফুরের ছোট ভাই চাঁনমিয়ার স্ত্রী। গফুরের কন্যা মোছাঃ নাছেরা জানান, তাদের জায়গা থেকে জোসনা দুজন লোক দিয়ে মাটি কাটতে গেলে আমার বাবা তাকে বাধা দেন। এসময় জোসনা ক্ষিপ্ত হয়ে আমার বাবার দাড়ি ও গলা চেপে ধরে বুকে কিলঘুশি মারে। জোসনার মারপিটে বাবার লাশ মাটিতে লুটিয়ে পড়ে। আমরা এগিয়ে গেলে জোসনা আমাদেরকেও বটি দিয়ে ধাওয়া করে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পাড়ি জোনসা গফুরের বুকে কিলঘুশি মারে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের রিপোট আসলে জানা যাবে কিলঘুশিতে মারা গেছে না হার্ট দুর্বলের কারনে মারা গেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জোসনাকে আটক করা হয়েছে এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply