1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সোনাতলায় শালিখা উচ্চ বিদ্যালয়ে কমিটি নিয়ে দ্বন্দ্বঃ ভয়ভীতি ও হুমকির অভিযোগ

  • রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫৩

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠন করাকে কেন্দ্র করে শিক্ষক, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা উচ্চ বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সাড়ে ৭ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিবছর পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বর্তমান সরকারের শাসনামলে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রচেষ্টায় অত্র প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়। ফলে প্রতিষ্ঠানটিতে ভৌত অবকাঠামোর স্বল্পতা কেটে যায়। এছাড়াও বিভিন্ন সময় স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নানের ব্যক্তিগত ও সরকারী অনুদানে প্রতিষ্ঠানটির চেহারা দিনদিন পাল্টে যায়। এতে একটি মহল ইষান্বিত হয়ে অত্র প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করতে গত ১২ নভেম্বর ২০২২ তারিখে একটি মিথ্যা ঘটনার অবতারণা করে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সেই সাংবাদকি সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র বিদ্যালয়ের সভাপতি পদ প্রার্থী মোঃ আব্দুল বারেক মন্ডল। তিনি তার বক্তব্য অত্র প্রতিষ্ঠান ও প্রধান শিক্ষকের ভাবমূর্তি ক্ষুন্ন করে বক্তব্য উপস্থাপন করেন। যা অত্র প্রতিষ্ঠানে উন্নয়নে ব্যঘাতের সামিল।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর ২০২২ তারিখে অত্র শালিখা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দুটি প্যানেলে ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। একটি প্যানেল থেকে তিনজন ও অন্য প্যানেল থেকে একজন অভিভাবক সদস্য নির্বাচিত হন। এরপর স্কুল কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ভোট গ্রহণের দিন হতে অনধিক ৭ দিবসের মধ্যে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের জন্য প্রধান শিক্ষক গত ১২ নভেম্বর ২০২২ তারিখে সভাপতি নির্বাচনের লক্ষে সভা আহবান করেন। এই নোটিশ প্রাপ্ত হওয়ার পর ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম অজ্ঞাত কারণে লাপাত্তা হয়। এমনকি ওই শিক্ষক গত ১০ নভেম্বর ২০২২ তারিখে স্কুল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। ফলে স্কুল কর্তৃপক্ষ সভাপতি নির্বাচনের সভাপতি স্থগিত করেন। এতে করে পরাজিত প্যানেলের লোকজন স্কুল ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে ওঠে। এমনকি তারা সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে লিখিত বক্তব্যে সভাপতি প্রার্থী মোঃ আব্দুল বারেক মন্ডল তার লিখিত বক্তব্যে ঐতিহ্যবাহী ও সুনামধন্য শালিখা উচ্চ বিদ্যালয় সহ প্রধান শিক্ষকের সুনাম ক্ষুন্ন করতে বানোয়াট ও সাজানো ও মনগড়া বক্তব্য উপস্থাপন করে। যা শুধু প্রতিষ্ঠানের নয়, প্রধান শিক্ষক সহ শিক্ষকদের সম্মানে আঘাত হানে।
অভিযোগ রয়েছে, একটি কুচক্রি মহল ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচন করার লক্ষে নির্বাচিত সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করে। এমনকি নির্বাচিত সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। এতে প্রতিপক্ষের লোকজন আরও ইষান্বিত হয়ে ওঠে।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম জানান, গত ১২ নভেম্বর ২০২২ তারিখে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ ছিল। এর ঠিক দুইদিন আগে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম স্কুল কর্তৃপক্ষকে অবগত না করে আত্মগোপনে থাকে। এমনকি গত ১০ নভেম্বর ২০২২ তারিখে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এছাড়াও এলাকার একটি মহল বিধি বর্হিভুত ভাবে সভাপতি হওয়ার জন্য তাকে সহ শিক্ষক প্রতিনিধি ও নির্বাচিত অভিভাবক সদস্যদের ভয়ভীতি প্রদর্শন সহ শিক্ষক প্রতিনিধিদের কৌশলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে। যার ফলে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সভাটি স্থগিত করতে হয়। এছাড়াও তিনি আরও জানান, একটি বিশেষ মহল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য অভিভাবক সদস্য নির্বাচনেও প্রভাব ফেলানোর চেষ্টা করে। কিন্তুু সচেতন অভিভাবক মহল তাদের সেই কৌশল বুঝতে পেরে তাদের প্যানেলভুক্ত তিনজন সদস্যকে ভোটের মাধ্যমে প্রত্যাখান করে। তারা ভোটে পরাজিত হয়ে শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন ও আটকে রেখে সভাপতি নির্বাচিন হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট