কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে পুড়িয়ে দিয়েছে একটি হোন্ডা। এই ঘটনায় আহত দুজনের মধ্যে একজন পুলিশি হেফাজতে বগুড়া মেডিক্যালে এবং একজন কাহালু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আওয়ামীলীগ কার্যালয়ে হামলার ঘটনায় শিপন (৩৭) ও আবু তাহের মুন্টু (৫২) নামের দুজন গ্রেফতার হয়েছে। বিশেষ ক্ষমতা আইন মামলায় আসামী করা হয়েছে ৩০০ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে।
গত শনিবার রাত ৯ টার দিকে বগুড়ার আড়োলায় পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এই ঘটনা ঘটে। ঘটনার পরদিন গতকাল রোববার থানায় বিশেষ ক্ষমতা আইনে বিএনপি-জামায়াতের ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩”শ” জনের বিরুদ্ধে মামলা করেন পাইকড় ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছারোয়ার কাজী।
পাইকড় ইউপি চেয়ারম্যান মোঃ মিটু চৌধুরী জানান, গত শুক্রবার বিকেলে বিএনপির উপজেলা কমিটির নেতৃবৃন্দ আড়োলায় কর্মীসভা করতে গেলে স্থানীয় লোকজনের বাঁধার মুখে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার রাতে বিএনপি-জামায়াতের ৩ শতাধিক নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে আড়োলা বাজারে পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারপর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ভাংচুর করে এবং পাইকড় ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউপি মেম্বার হারুনুর রশিদের একটি হোন্ডায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
কাহালু থানার বিএনপির সভাপতি ফরিদুর রহমান ফরিদ জানান, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে বিএনপি নেতাকর্মীরা যাতে যেতে না পারে তার জন্য আওয়ামীলীগের নেতাকর্মীরা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, আওয়ামীলীগ কার্যালয়ে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পরেও বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়েছে। এসময় পুলিশের সাহসিকতায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই এলাকার পরিবেশ শান্ত করা হয়েছে। তিনি আরও জানান, এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply