1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

সোনাতলার পাশ্ববর্তি শালমারায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ

  • শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৬১

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা পার্শ্ববর্তি শালমারায কলাকাটা গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে। সুবানা খাতুন নামের এক গৃহবধূ উপজেলার শালমারা ইউনিয়নের কলাকাটা সরকার বাড়ি গ্রামের মৃত দুলা সরকারের ছেলে মোঃ জিয়ারুল হক সুমন সরকারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন। এঘটনায় আহত সুবানা বর্তমানে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত সুবানা জানান, বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকড়িয়া গ্রামের মোঃ মোশারফ হোসেনের মেয়ে সুবানা খাতুনের সাথে পাশ্ববর্তী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের কলাকাটা সরকার বাড়ি গ্রামের মৃত দুলা সরকারের ছেলে জিয়ারুল হক সরকারের দীর্ঘ দুই বছর আগে প্রেমের সম্পর্কের সুবাদে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়।
এদিকে বিয়ের কিছুদিন পর গৃহবধূ সুবানা খাতুন ও তার পরিবারের লোকজনের বিভিন্ন প্রকার মানষিক ও শারীরিক নির্যাতন করে আসছে সুমন ও তার পরিবারের লোকজন। এদিকে সুবানা স্বামী ও তার পরিবারের নির্যাতনের শিকার হয়ে বাধ্য হয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। তারপরও টাকার দাবি করে সুবানার উপর চলতে থাকে নির্যাতন।
একপর্যায়ে ১’লা ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সুবানাকে তার স্বামী ও তার পরিবারের লোকজন বেধরক মারধর সুরু করে। এসময় সুবানা আহত অবস্থায় স্থানীদের সহযোগীতায় সেখান থেকে তাকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এ রির্পোট লেখা অবদি মামলার প্রস্তুতি চলছিলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট