সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হল রুমে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ। উপজেলা আনসার প্রশিক্ষক নাছিমুল ফেরদৌস এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম। এসময় উপজেলার সকল আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply