1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

কাহালুতে কৃষিকাজে নারীরাও মনযোগী সরকারি প্রণোদনায় কৃষিতে আগ্রহ সবার

  • মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪০

মুনসুর রহমান তানসেন কাহালু থেকেঃ শষ্য ভান্ডার হিসেবে খ্যাত বগুড়ার কাহালু উপজেলায় কৃষিকাজে পুরুষের পাশাপাশি নারীরাও অনেকটা বেশী মনোযোগী। তাঁরা ঘরে-বাহিরে পুরুষের সাথে পাল্লা দিয়ে করছেন কৃষিকাজ। সরকারি কৃষি প্রণোদনায় আগের চেয়ে কৃষি কাজকর্মে অনেক বেশী আগ্রহ সবার।
উঁচু-নীচু ও প্রতিত পড়ে থাকা কোন জমিই ফাঁকা রাখছেনা তাঁরা। কৃষি প্রণোদনা, কৃষি যন্ত্রপাতি ক্রয়ে সরকারি ভুতর্কিসহ সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আগের চেয়ে অনেক বেশী উপকৃত হচ্ছেন সব শ্রেণির চাষিরা। উপজেলা কৃষি অফিস সুত্রমতে রবি মৌসুমে ৪ হাজার ২৭০ জন চাষিকে সার-বীজসহ বিভিন্ন ধরনের দেওয়া হয়েছে। আসন্ন বোরো মৌসুমের জন্য আগামী সপ্তাহে ৭ হাজার চাষিকে দেওয়া হবে সরকারি কৃষি প্রণোদনা।
সুত্রমতে সরকারি প্রণোদনায় ফসল উৎপাদন বৃদ্ধি হচ্ছে। সেই সাথে চাষিদের কষ্টে অর্জিত ফসলের নায্যমুল্যও পাচ্ছেন। চলতি মৌসুমে অত্র উপজেলায় ৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আলু চাষ, ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষা চাষ, ৪৫০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। এছড়াও গম, ভুট্ট মরিচ, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের ফসল চাষাবাদেও আগ্রহ বাড়ছে চাষিদের।
সুত্রমতে আসন্ন বোরো মৌসুমে ১৮ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে লক্ষ্য করা গেছে সর্বত্রই কৃষি কাজকর্মে ব্যস্ত কৃষক/কৃষাণীরা। এখানে এখনো শেষ হয়নি আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ। এদিকে চলছে আমন ধান ঘরে তোলার কাজ অন্যদিকে মাঠে মাঠে চলছে আলু ও সরিষা চাষের কাজ। ইতিমধ্যে কোথাও কোথাও বোরো ধানের বীজতলার জন্য প্রস্তুত করা হচ্ছে কাছলা। কষিকাজে ঘরে-বাহিবে সবখানে কাজ করছেন মহিলারা।
তাঁরা আমন ধান ঘরে তোলা থেকে শুরু করে সিদ্ধ শুকানো কাজে অনেকটা ব্যস্ত সময় পার করছেন। ঘরের বাহিরে তাঁরা পুরুষের সাথে পাল্লা দিয়ে করছেন কৃষি কাজ। বিভিন্ন মাঠে অর্জিত সবজি তোলার কাজে ও মরিচ উঠানো কাজে পুরুষের পাশাপাশি নারীরাও অনেকটা মনযোগী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট