গাবতলী (বগুড়া) প্রতিনিধি : দৈনিক মুক্তবার্তা পত্রিকার বগুড়ার গাবতলী উপজেলা প্রতিনিধি আরিফুর রহমান বয়েলকে প্রাণনাশের হুমকি দেয়ায় গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের আমতলীপাড়া গ্রামের মৃত সোলাইমান আলী প্রামানিকের ছেলে সাংবাদিক আরিফুর রহমান বয়েল গত ২৪জুন দুপুরে গাবতলীর আদুর বাজার নামকস্থানে পৌঁছালে উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের সোনাপুর গ্রামের মতলেবের ছেলে আজাদুর রহমান পূর্ব শত্রæতার জের ধরে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আরিফুর রহমান বয়েল বাদী হয়ে আজাদুর রহমানের নামে ওইদিনই থানায় একটি জিডি করেছেন। এ ব্যাপারে থানার এস.আই রয়েল বলেন, পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ হওয়ায় সাংবাদিক আরিফুর রহমান বয়েল ও আজাদুর রহমানকে সাক্ষি প্রমাণসহ আজ রোববার বিকেলে থানায় ডাকা হয়েছে।
Leave a Reply