কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত মঙ্গলবার রাত ১০ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার মদনাই নাগর নদীর ধারে ফসলী জমির মাটি কেটে ট্রাক দিয়ে বহনের সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি ট্রাকসহ দুজন চালককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উপজেলার চকবরুনা গ্রামের বারিক হোসেনের পুত্র মোঃ তুহিন (২৪) ও কাশিমালা গ্রামের এনামুল হকের পুত্র মোঃ রাহুল হক (২৫) কে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও মাটিভর্তি আটক দুটি ট্রাক জব্দ করে কাহালু থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সবুজ কুমার বসাক।
Leave a Reply