কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের এমপি মোশারফ হোসেনের পদত্যাগে অনেকে মানুষ মন্তব্য করছেন জনগনের ভোট নিয়ে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করায় সাধারণ জনগনের সাথে প্রতারণা করা হয়েছে। রাজনীতির খেলার মাঠে রাজনীতিক দলের নেতারা যত খেলা আছে খেলুক, কিন্ত জনগনকে নিয়ে খেলা উচিত নয়। স্থানীয় এমপি মোশারফ হোসেনের পদত্যাগের ঘোষনার পর পরই রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ থেকে শুরু করে সাধারণ জনগনের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনা। বামুজা গ্রামের মাছচাষি বিল্টু জানান, এমপি পদত্যাগ করলেই কি আর না করলেই কি। ভোটের সময় ভোট ঠিকই নেয় কিন্ত খবর নেওয়ার বেলায় কেউ নাই। সাইদুর নামের একজন সাধারণ মানুষ জানালেন এমপি পদত্যাগ করে জনগনের ক্ষতি করলো। ঠিকাদার টুটুল জানালেন মেয়াদ পূর্ণ না করে এমপি মোশারফ পদত্যাগ করে জনগনের সাথে প্রতারণা করলো। কাইট গ্রামের দুলালসহ বেশ কয়েকজন জানালেন এমপি থাকলেই কি, আর না থাকলেই কি, আমাদের তো কোন উপকার হয়না। কাহালু বাজারের রুহুল আমিনসহ অনেকে জানান, এমপি মোশারফ পদত্যাগ করায় জনগন খুশি হয়েছে। তাদের মতে উপ-নির্বাচন হলে জনগন আবার ভোট দিয়ে নতুন এমপি নির্বাচিত করতে পারবে। স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ জানান, জনগনকে দেওয়া প্রতিশ্রæতি রক্ষার চেয়ে বেশীরভাগ প্রতিশ্রæতিই ভঙ্গ করেছে এমপি মোশারফ। গত ৪ বছরে সরকারি বরাদ্দের টি আর, কাবিখা, কাবিটা প্রকল্পের টাকা ও খাদ্যশষ্য মোশারফ এমপি তাঁর নিজস্ব লোকজনকে দিয়ে তছরুফ করেছে। কাহালু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন জানান, এমপি মোশারফের পদত্যাগ সঠিক সিদ্ধান্ত। কাহালু থানা বিএনপির সভাপতি ফরিদুর রহমান ফরিদ জানান, দলীয় সিদ্ধান্তে এমপি মোশারফের পদত্যাগ। কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, জনগনের ভোট নিয়ে এমপি মোশারফ জনগনকে ধোকা দিয়েছে। তাকে পাঁচ বছরের জন্য জনগন নির্বাচিত করলেও সে জনগনের মতামত না নিয়ে পদত্যাগ করায় তাঁর মত নেতাকে আর কোন নির্বাচনে ভোট দেওয়া উচিত হবেনা। কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ জানান, এমপি মোশারফ জনগনের ভোট নিয়ে জনগনের সাথে প্রতারণা করেছে। জনগন অনেক আশা-আকাঙ্খা নিয়ে তাকে ভোট দিয়ে নির্বাচত করলেও বিগত ৪ বছর সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করে জনগনের সাথে প্রতারণা করেছে। জনগনকে দেওয়া প্রতিশ্রæতি ভঙ্গ করে এক বছর আগেই পদত্যাগ করে তিনি জনগনের প্রতি অবজ্ঞা প্রকাশ করেছে। জনগনের সাথে যারা প্রতারণা করে তারা এমনিতেই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। এব্যাপারে সদ্য পদত্যাগী এমপি মোশারফ হোসেনের সাথে বার বার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
Leave a Reply