
মিলন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ “প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার, ১২ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম কবির, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেওয়ান আতিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর সবুর সরকার প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশব্যাপী ডিজিটালাইজেশনের ফলে জনসাধারণ এখন কোন রকম দুর্ভোগ ও হয়রানি ছাড়াই অনলাইনের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারছেন। এতে করে দাপ্তরিক কার্যক্রমে যেমন গতিশীলতা এসেছে তেমনি কাজের জবাবদিহিতাও বেড়েছে।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related
Leave a Reply