কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কাহালু থানা, উপজেলা আওয়ামীলীগ, কাহালু থিয়েটারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। গত শুক্রবার সুর্যদয়ের পূর্বে উপজেলা প্রশাসন চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সুভ সুচনা করা হয়। দিবসটির শুভ সুচনার পর কাহালু কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ স্বরনে শ্রদ্ধাঞ্জলি প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানের পর সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধাদের দেওয়া হয় সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সবুজ কুমার বসাক, কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্ল্যাহ আল মামুনসহ বীরমুক্তিযোদ্ধা বৃন্দ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের নেতৃত্বে আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, সফিকুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, প্রচার সম্পাদক রুহুল আমিনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সন্ধ্যায় উপজেলা চত্বরে মুজিব মঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন কাহালু থিয়েটার, উপজেলা শিল্পকলা একাডেমী ও উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা।
Leave a Reply