মিলন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জব্দকৃত সরকারী ১১৩০ বস্তা চাল কে ঘিরে ধূম্রজাল তৈরি হয়েছে।খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করা , কৃষি বিপনন নিবন্ধন না থাকা এবং ক্রয় বিক্রয় রশিদ না থাকায় গত ৩০ নভেম্বর বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন। এসময় একজন কে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর অনুসন্ধানী সংবাদের মাধ্যমে খবর প্রকাশ পায় যে জব্দ করা চাল ঐ সিলগালা করা গুদাম থেকে উধাও হয়ে গেছে।
গত ২২শে ডিসেম্ব, শুক্রবার বিকেলে জেলা তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন করেন ঐ সিলগালা করা চালের গুদাম। এসময় স্থানীয় সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি। তদন্ত শেষে সাংবাদিকদের প্রশ্নে উপস্থিত কর্মকর্তারা বিষটি নিয়ে কোন তথ্য জানায়নি। উপজেলা খাদ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করাহলে তাকে মুঠোফোনে পাওয়া সম্ভব হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, বগুড়া জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, কারিগরি খাদ্য পরিদর্শক মাহবুবুল হক, সারিয়াকান্দি উপজেলা ওসি এলএসডি,থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আশরাফুল আলম সহ প্রশাসনের একাধিক কর্মকর্তা ও কর্মচারি। জনমনে দানা বেধেছে প্রশ্ন? কোথায় গেলো এই ১১৩০ বস্তা চাল? আদৌ কি চাল সেই গুদামে আছে? চাল কান্ডের এই রহস্যজট কিছুতেই যেনো খুলছে না।
Leave a Reply