মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া শহরের রহমান নগরে রাহমানিয়্যাহ হাফিযিয়্যাহ মাদরাসা ও আহলে হাদিস মসজিদের আয়োজনে দুই দিনব্যাপি ইসলামী সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (২৩ডিসেম্বর) জুম্মার খুতবার মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক প্রধান অধ্যাপক এ.কে. এম শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নেকটারের উপ-পরিচালাক মাহমুদুর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ডিজিএম ও মাদ্রাসার সেক্রেটারী আলহাজ¦ মাহমুদুল আলম, রাকাব বগুড়া (উত্তর) জোনাল ব্যবস্থাপক শাহীনুর ইসলাম, এসএম শফিকুর রহমান মুন্সি, লিয়াকত আলী, ওবাইদুল কবির, নাসির উদ্দিন নাসিম, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আব্দুল্লাহ আল মাহমুদ, জাকির হোসেন, মাদ্রাসার সহ-সভাপতি আবু বকর সিদ্দীক প্রমূখ। সম্মেলনের সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান, পরিচালনা করেন ড. মুহাম্মাদ মোখলেসুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি অধ্যাপক এ.কে. এম শামসুল আলম বলেন, ইসলামের প্রচারের জন্য সকল মুসলমানকে জান এবং মাল দিয়ে সহযোগিতা করতে হবে। মসজিদ মাদ্রাসায় নিজের হালাল আয়ের একটা অংশ দান করার প্রতি তিনি বিশেষভাবে অনুরোধ করেন। তিনি বলেন, দান করতে হয় গোপনে, গোপনে দান করলে আল্লাহ তার দানকে কবুল করেন। তিনি কুরআনের উদৃতি দিয়ে বলেন, আল্লাহ মুমিনের জান এবং মালের বিনিময়ে তাদেরকে জান্নাত দেয়ার প্রতিশ্রæতি দিয়েছেন। আলোচনা শেষে মাদ্রাসা এবং মসজিদের শুভাকাঙ্খিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক এ.কে. এম শামসুল আলম।
Leave a Reply