স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লায় যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ২টি মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোনাতলায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন দুটি পুড়িয়ে দেন।
জানাগেছে, সোনাতলার পাকুল্লা ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন জায়গা থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে বন্যার সময় নদীর গতিপথ পরিবর্তন হয়ে ঝুঁকির মধ্যে পরতে পারে ফসলের মাঠ ও বসত বাড়ি।সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট সাঈদা পারভীন আজ রবিবার দুপুরে পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বালু উত্তোলনের সময় ২টি মেশিন পুড়িয়ে দেন।
এদিকে সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের বালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ্বে যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে স্থানীয় জমির মালিকরা দফায় দফায় অভিযোগ দিলেও কোনও কাজ হয়নি। স্থানীয় বালু ব্যবসায়ী বেকুল প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবেনা। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply