1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

বগুড়া- ৪ আসনে বইছে উপ-নির্বাচনী হাওয়াঃ দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ প্রার্থীদের

  • সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৪১

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের সবখানে বইছে উপ-নির্বাচনী হাওয়া। বিএনপি’র দলীয় সংসদ সদস্য মোশারফ হোসেন পদত্যাগের পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা এলাকায় গণসংযোগের পাশাপাশি দলীয় মনোনয়নের জন্য দৌড়-ঝাঁপ শুরু করেন অনেকে।
এই আসনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ জোটগতভাবে প্রার্থী দিবে না সকল সম্ভাব্য প্রার্থীদের অংশ গ্রহনের জন্য উন্মুক্ত করা হবে সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে সকলের মনে। এই আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি ও ভোট গ্রহন ১ ফেব্রæয়ারি। ধারনা করা হচ্ছে মনোনয়নপত্র দাখিলের আগেই ক্ষমতাসীন দলের সিদ্ধান্ত আসতে পারে এই আসনে জোগতভাবে প্রার্থী দেওয়া হবে না সকল দলের প্রার্থীরা উন্মুক্তভাবে নির্বাচনে অংশ গ্রহন করবেন।
এদিকে এই আসনে নির্বাচনের জন্য অনেক আগেই জাতীয় পার্টির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহিন মোস্তফা কামাল ফারুককে। এই তথ্য নিশ্চিত করেছেন জাপার একাধিক নেতৃবৃন্দ। অপরদিকে উপ-নির্বাচনের তফসীল ঘোষনার পর পরই এই আসনে নির্বাচনের জন্য জাসদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক এমপি ও বগুড়া জেলা জাসদের সভাপতি এ, কে, এম রেজাউল করিম তানসেনকে জাসদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জাসদ নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
জোটগত না দলীয় মনোনয়ন দেওয়া হবে সেটার দেখার অপেক্ষায় অনেকে থাকলেও দলীয় মনোনয়ন পেতে আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতা গণসংযোগে সক্রিয় হওয়ার পাশাপাশি শীর্ষ নেতাদের কাছে লোবিং করছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন নেতার পক্ষে তাদের কর্মী-সমর্থকরা পোস্টার, প্যানা, ফেস্টুন সাঁটিয়েছে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে।
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু, জেলা আওয়ামীলীগ নেতা তৌহিদুল করিম কল্লোল, অধ্যাপক আহছানুল হক, কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি এল এল বি আনোয়ার হোসেন রানা, আওয়ামীলীগ নেতা এ্যাডঃ ইউনুছ আলী, কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ, যুগ্ন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক।
এছাড়াও এই আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আভাস দিয়েছেন সারাদেশে মানুষের কাছে আলোচিত ও সমালোচিত হিরু আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট